পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৩-এর পবিত্র হজযাত্রা নিয়ে আগামী ১২ নভেম্বর দিল্লিতে বৈঠকে বসছে কেন্দ্রীয় হজ কমিটি। মঙ্গলবার কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কেন্দ্রীয় হজ কমিটির বৈঠক রয়েছে। ওইদিনই ২০২৩ সালের হজের কার্যক্রমের কথা জানিয়ে দেওয়া হবে।
কোন রাজ্য থেকে কত কোটা, ভারতবর্ষ থেকে সবমিলিয়ে কতজন হজ সম্পন্ন করার সুযোগ পাবেন, সেই সমস্ত বিষয়গুলি ওইদিনই আলোচনা হবে। সউদি হজ মন্ত্রক ভারতবর্ষের জন্য কত হজযাত্রীদের কোটা বরাদ্দ করবে সে সম্পর্কেও আলোচনা হবে।
তবে কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে জানানো হয় ভারতের কোটা কত হবে সেটা পুরোপুরি নির্ভর করে সউদি হজ মন্ত্রকের উপর। তাঁরাই সিদ্ধান্ত নেবে ভারতের কত মানুষ ২০২৩-এ হজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বয়সের সীমাবদ্ধতা কত হবে, সে-বিষয়েও আলোচনা হবে ওইদিন।
গত দু’বছর (২০২০-২১) এর পর ২০২২ সালে সীমিত আকারে বাংলা থেকে হজযাত্রী গিয়ে ছিলেন হজ সম্পন্ন করতে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলা থেকে আগামী বছর কত হজযাত্রী যাবেন তার চূড়ান্ত তালিকা জানা যাবে বৈঠকের পর।
তবে আশা করা হচ্ছে ১৫ নভেম্বরের পর থেকে হয়তো হজের আবেদনপত্র জমা দেওয়ার কাজ অনলাইনে শুরু হয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গ নয় এই প্রক্রিয়া শুরু হবে দেশজুড়েই। দিল্লির বৈঠকের পর সমস্ত রাজ্যের হজ কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় হজ কমিটি সূত্রে জানা গিয়েছে। হজ প্রশিক্ষণ শিবির প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হয়। ১২ তারিখের বৈঠকে জানা যেতে পারে রাজ্যের জেলাগুলিতে কবে থেকে এই হজ প্রশিক্ষণ শুরু হবে।
রাজ্য হজ কমিটির সূত্রে জানানো হয়েছে কেন্দ্রীয় হজ কমিটির এখন পর্যন্ত হজের আবেদনের জন্য কোনও নির্দেশিকা দেয়নি। তবে ১২ তারিখে দিল্লির বৈঠকের পর জানা যাবে কবে থেকে হজের আবেদন প্রক্রিয়া শুরু হবে।