পুবের কলম প্রতিবেদক: বিবিসির তথ্যচিত্র দেখানোর বিষয়টি আইনসম্মত নয়। কলেজ ক্যাম্পাসের মধ্যে এই তথ্যচিত্র দেখানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের এমন নির্দেশ ‘উপেক্ষা’ করে সোমবার বিবিসির তথ্যচিত্র দেখালেন এখানকার উদ্যোক্তা ছাত্র-ছাত্রীরা।
সোমবার ৩০ জানুয়ারি বিকাল সাড়ে তিনটের সময় কলকাতা মেডিক্যাল কলেজের উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার হলে বিবিসির তথ্যচিত্র দেখানো হবে। গুজরাত দাঙ্গার উপর নির্মিত এই ডকুমেন্টারিটি দেখানোর আগে এদিন রোহিত ভেমুলার জন্মদিনে, তাঁর স্মরণে আলোচনাও হবে। এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এ দিন মেডিক্যাল কলেজ কলকাতার ছাত্র-ছাত্রীদের একটি সংগঠন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এমসিডিএসএ)-এর উদ্যোগে।
কিন্তু, সোমবার দুপুরে এখানকার কলেজ কাউন্সিলের জরুরি বৈঠকের পরে এমনই নির্দেশ দেওয়া হয়, বিবিসির এই তথ্যচিত্রটি কলেজ ক্যাম্পাসের মধ্যে দেখানোর বিষয়টি আইনসম্মত নয়। কলেজ ক্যাম্পাসের মধ্যে যদি এই তথ্যচিত্র দেখানো হয়, তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে, কলেজ কর্তৃপক্ষের এই ধরনের নির্দেশ ‘উপেক্ষা’ করে এ দিন পূর্ব নির্ধারিত সময়ে বিবিসির এই তথ্যচিত্রটি দেখানো হয় এখানকার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার হল-এ। এই তথ্যচিত্রটি দেখানোর আগে রোহিত ভেমুলার স্মরণে আলোচনাও করেন পড়ুয়ারা। উদ্যোক্তা ছাত্র-ছাত্রীদের তরফে এমনই জানানো হয়েছে, বিবিসির এই তথ্যচিত্রটি এদিন ৭০-৮০ জন দেখেছেন। পড়ুয়াদের পাশাপাশি কয়েকজন অভিভাবকও অংশগ্রহণ করেছিলেন এদিনের অনুষ্ঠানে।
কর্তৃপক্ষের নির্দেশ ‘উপেক্ষা’ করে বিবিসির তথ্যচিত্র দেখানোর জেরে এ দিন কোনও রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়নি। নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে এদিনের অনুষ্ঠান। তবে কর্তৃপক্ষের নির্দেশ ‘উপেক্ষা’ করে এদিন বিবিসির তথ্যচিত্রটি দেখানোর বিষয়ে উদ্যোক্তা ছাত্র-ছাত্রীদের তরফে এমনই জানানো হয়েছে, আচমকা এ দিন কলেজ কর্তৃপক্ষ কেন এমন নির্দেশ দিল, এই বিষয়টি তাঁরা বুঝতে পারছেন না। এ দিন বিবিসির এই তথ্যচিত্রটি দেখানো হবে এবং রোহিত ভেমুলার স্মরণে অনুষ্ঠান হবে, এর জন্য উপেন্দ্রনাথ ব্রহ্মচারী লেকচার থিয়েটার হল তাঁরা বুক করেছিলেন।
এ দিন নির্দেশ ‘উপেক্ষা’ করে দেখানো হল বিবিসির তথ্যচিত্রটি। তা হলে আইন অনুযায়ী কোন ব্যবস্থা কি নেওয়া হবে? এই বিষয়টি নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে, এমনই বলা হয়েছে, পরিস্থিতি বুঝে আগামীকাল মঙ্গলবার দেখা হবে আইন অনুযায়ী কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কি না।