পুবের কলম প্রতিবেদকঃ মুমূর্ষ থ্যালাসেমিয়া ও জটিল কিডনি আক্রান্ত দুই রোগীকে বাঁচাতে উদ্যোগী রাজারহাট মাটিয়াগাছ গ্রামের যুবকেরা। করোনা সংকটময় পরিস্থিতিতে ‘মাটিয়াগাছ যুবক বৃন্দে’র উদ্যোগে সোমবার নাঙ্গলপোঁতা ২১১ এ বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত রক্তদান শিবির মঞ্চ থেকে স্থানীয় কিডনি সমস্যায় জর্জরিত ও থ্যালাসেমিয়া আক্রান্ত যুবককে রক্তের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ হলেন যুবক বৃন্দে’র সদস্যরা।
যুবক সংগঠনের নেতৃত্ব মুহাম্মদ হাসান আলি জানান, বিষয়টি নতুন কিছু নয়। এই সংগঠন বছরভর নানাবিধ সামাজিক কাজ করে। তারই অংশ হিসেবে থ্যালাসেমিয়া রোগীর রক্তের চাহিদা পূরণের ভাবনা নেওয়া হয়েছে। এদিনের শিবিরে ৫২ জন ব্যক্তির রক্তদানের পাশাপাশি ক্যাম্প বসিয়ে চলে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। দিনভর সামাজিক ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হাজী মতিয়ার রহমান সাঁপুই, কীর্তিপুর অঞ্চল সভাপতি আশরাফ আলী মোল্লা, উপপ্রধান অহেদ আলী মোল্লা, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানববন্ধন’ চেয়ারম্যান সাব্বির আহমেদ, রাজারহাট থানার ট্রাফিক আধিকারিক শেখ সাবির আহমেদ সহ আরও অনেকেই।