পুবের কলম ওয়েব ডেস্ক: লিওলেন মেসির গত ২৪ জুন ছিল ৩৪তম জন্মদিন। সেদিন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা মিলে দলের অধিনায়ককে নানান গিফট দিয়েছিলেন। শুধু একজন কোনও উপহার দেননি মেসিকে। তিনি আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পরে তাকে জিজ্ঞেস করা হয়, মেসিকে জন্মদিনে কেন কোনও উপহার দিলেন না তিনি? এর উত্তরে মার্টিনেজ বলেছিলেন, ‘অধিনায়ককে কোপা আমেরিকার শিরোপাটাই উপহার দিতে চেয়েছিলাম।’ এই মার্টিনেজ এবারের কোপায় দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে দীর্ঘদিন পর বড় কোনও প্রতিযোগিতার শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন।বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়ে জাতীয় বীরে পরিণত হন মার্টিনেজ। ফাইনালে ব্রাজিলের বিপক্ষেও বেশ কিছু দুর্দান্ত সেভ করেন আর্জেন্টিনার গোলরক্ষক। কোপা জিতে মার্টিনেজ জানিয়েছিলেন, মেসির জন্য তিনি কোপার শিরোপা জিতেছেন। আর এবারে বললেন, ‘ মেসির হাতে বিশ্বকাপ শিরোপা তুলে দিতে চেয়েছিলাম।প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত আমি।’