দেবশ্রী মজুমদার, বোলপুর : কোভিড সংক্রমণ রুখতে শান্তিনিকেতন থানার অন্তর্গত সমস্ত বেসরকারি হোটেল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল প্রশাসন।
শান্তিনিকেতনে আগত পর্যটকদের রাত্রিবাস করতে হলে কোভিড স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলতে হবে। সেক্ষেত্রে বাধ্যতামূলক কোভিড রিপোর্ট। আর তা না থাকলে কোথায় করাতে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুর অতিরিক্ত পুলিস সুপার সুরজিৎ কুমার দে শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ ও অনান্য পুলিস আধিকারিক এবং শান্তিনিকেতন থানার অন্তর্গত বেসরকারি রেস্তোরাঁ, হোটেল, হোমস্টে মালিক কর্তৃপক্ষ।
জানা গেছে, শান্তিনিকেতনে আগত পর্যটকদের কোভিড রিপোর্ট থাকতে হবে, নতুবা ভ্যাকসিনেশন দুটি ডোজের সার্টিফিকেট। এছাড়া Rapid অ্যান্টিজেন রিপোর্ট থাকতে হবে। কৃত্রিমভাবে করানো রিপোর্ট থাকলেও হবে।
একই সঙ্গে আরও বলেন যে হোটেল কর্তৃপক্ষ একটি রেজিষ্টার খাতা থাকবে আগত পর্যটকদের জন্য। যেখানে থাকতে হবে পর্যটকদের কোভিড রিপোর্ট ও ভ্যাকসিনেশন তথ্য। এমনকী পুলিশ মাঝে মধ্যেই চেক করবে বলে জানা গেছে । জারি থাকবে নাইট কারফিউ বিধি।
একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষ তরফে অনান্য বিভিন্ন সমস্যার কথা বলা হয়। রতনপল্লী বা শ্যামবাটি এলকার মধ্য কোভিড টেস্ট কেন্দ্র করার জন্য অনুরোধ করেন তাঁরা । এছাড়াও আরও একটি অভিযোগ তোলে যে শান্তিনিকেতন, প্রান্তিক, সোনাঝুরি এলাকাতে বেশ কিছু বাড়ির মধ্যেই অতিথি নিবাস বা হোমস্টে আছে তারা কিন্ত কোনো নিয়মাবলি না মেনে এই ব্যবসা চালাচ্ছে। তাদের বিষয়টা দেখার জন্য পুলিশ আধিকারিকদের অনুরোধ জানান তাঁরা।