পুবের কলম, ওয়েবডেস্ক: রাস্তায় বসে আছে উসকোখুসকো চেহারার এক ব্যক্তি। তার গায়ে প্রস্রাব করছে অপর এক ব্যক্তি! আদিবাসী শ্রমিকের গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতেই ওই বিজেপিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যপ্রদেশের সিধি জেলার ঘটনা। অভিযুক্ত ব্যক্তি বিজেপি নেতা প্রবেশ শুক্লা বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি।
শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, এমন একটি ভিডিও তার নজরে এসেছে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই দোষীকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয় ও তার উপর যেন এনএসএ ধারায় মামলা করা হয় । তিনি আরও বলেন, মানবতাকে কলঙ্কিত করেছেন ওই ব্যক্তি । এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি হোক, কঠোরতম শব্দও এই ঘটনার জন্য কম। অপরাধীর কোনও জাত, ধর্ম বা দল থাকে না, অপরাধী কেবল অপরাধী ।
সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, এক শ্রমিক। আর এক ব্যক্তি রাস্তায় তাঁর সঙ্গে অভব্য আচরণ করছে । এমনকী, সেই শ্রমিকের গায়ের উপর প্রস্রাব করতেও দেখা যায় । ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ধিক্কার জানান নেটিজেনরা।