পুবের কলম, ওয়েবডেস্ক: আন্দামান সাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। ফের ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়! দুর্যোগ ঘনাচ্ছে বলে ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী বুধবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। হাওয়া অফিস সূত্রে খবর, ৪৮ ঘণ্টার মধ্যে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে আগামী শুক্রবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরিস্থিতি তৈরি হলে বাংলায় কতটা প্রভাব পড়বে! সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহবিদেরা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মঙ্গলে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।