পুবের কলম ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ আলাদা করে নজর কাড়বেন, এমনটাই মনে করছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড। প্রসঙ্গত, ভারত-শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ রবিবার কলম্বোতে। এক প্রতিক্রিয়ায় রাসেল আর্নল্ড বলেন, ‘ভারতীয় দলে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ার মত তারকারা রয়েছে। তবে, আমার মনে হয় পৃথ্বীর ব্যাটিংয়ে যথেষ্ট পরিমাণ বিনোদনের রসদ রয়েছে। আমি ওর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে রয়েছি।’