পুবের কলম ওয়েবডেস্কঃ বিরল ও এক আশ্চর্য প্রতিভার অধিকারী তামিলনাড়ুর থিরুথাঙ্গল জেলার বীরুথুনগরের ২০ বছরের যুবক কে প্রবীণ। শুনতে অবাক লাগলেও সত্যি, তার জিভ সাধারণের থেকে প্রায় ২ সেন্টিমিটার বড়। আর এই জিভ দিয়ে বি ই রোবোটিকের এই ছাত্র অবলীলায় লিখে ফেলতে পারেন তামিল অক্ষর। আঁকতে পারেন মনীষীদের চিত্র।
লম্বা জিভের কারণে ‘গিনেস বুক অফ অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে তার। এবার প্রবীণের লক্ষ্য ভারতের পাশাপাশি গোটা বিশ্বে তার এই প্রতিভাকে তুলে ধরা। প্রবীণ জানিয়েছেন, তামিলভাষার প্রতি ভালোবাসা রয়েছে তার। ভাষার প্রতি মুগ্ধতার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ১৩৩০ টি ‘থিরুক্কুরাল শব্দ লিখে খেতাব অর্জন করতে চান তিনি।
কে প্রবীণের আঁকার কায়দায়ও আলাদা। প্রবীণ একটি ছোটমাপের দস্তানা বা গালফ’স দিয়ে তিনি নিজের জিভের অর্ধেক অংশ ঢেকে দেন। তার পর অদ্ভূত কায়দায় আঁকতে শুরু করেন। এইভাবে প্রবীণ তামিল লেখা লিখতেও পারদর্শী। তাঁর আঁকাচিত্রে স্থান পেয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের ছবিও। এছাড়া লম্বা জিভের সাহায্যে কনুই, নাক অতি সহজেই ছুঁয়ে ফেলতে পারেন তিনি।
প্রসঙ্গত, সাধারণভাবে একজন পুরুষের জিভ ৮.৫ ও মহিলার জিভ ৭.৯ সেন্টিমিটার লম্বা হয়। বিশ্বে ১০.১ সেন্টিমিটার লম্বা জিভ থাকার রেকর্ড আছে। এবার ১০.৮ সেন্টিমিটার লম্বা জিভ নিয়ে রেকর্ড গড়লেন কে প্রবীণ।
এই লম্বা জিভ দিয়ে এই রোবোটিক ছাত্র অবিশ্বাস্য রকমের কাজ করে চলেছেন। এক মিনিটে ১১০ বার জিভ দিয়ে নাক ও ১৪২ বা কনুই স্পর্শ করতে পারেন প্রবীণ। এছাড়াও ১ ঘন্টা ২২ মিনিট ২৬ সেকেন্ডে ২৪৭টি তামিল অক্ষর লিখতে পারেন এই ছাত্র। ইতিমধ্যেই এক মিনিটে ২১৯ বার জিভ দিয়ে নাক ছোঁয়ার জন্য এশিয়া বুক অফ রেকর্ডস’এ গ্র্যান্ড মাস্টার হিসেবে তকমা পেয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এই বিরল প্রতিভাধর ছাত্র।
কে প্রবীণ জানিয়েছেন, আপাতত তাঁর এই প্রতিভা ভারতের মধ্যেই সীমাবদ্ধ। তবে তিনি বিশ্বে তাঁর এই অদ্ভূত প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে চান। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বিশ্বের দরবারের এই দক্ষতাকে তুলে ধরা অনেক সহজ হবে। বর্তমানে তিনি জিভ দিয়ে চোখের পাতা স্পর্শ করার জন্য কঠোর অভ্যাস চালাচ্ছেন।