পুবের কলম, ওয়েবডেস্ক: পেগাসাস ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তাল হয়েছিল সংসদ। মঙ্গলবার সকাল থেকে অধিবেশনের শুরুতেই ফের সরব হন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের সাংসদরা। যার জেরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি করে দেন লোকসভার অধিবেশন। তবে বেলা দুটোর পর ফের অধিবেশন শুরু হলে পেগাসাস ইস্যুতে শুরু হয় প্রবল হট্টগোল। যার জেরে আগামী ২২ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেল লোকসভার অধিবেশন। উল্লেখ্য, পেগাসাসের নয়া তালিকা প্রকাশ্যে এসেছে যাতে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের মতো ব্যক্তিত্বের নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, পেগাসাসের হ্যাকের সম্ভাব্যের তালিকায় নাম রয়েছে অশ্বিনীরও।