পুবের কলম ওয়েবডেস্কঃ এক বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। আর তার আগে দেশটিতে আঞ্চলিক নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ শেষে এক্সিট পোলের সমীক্ষায় দেখা গিয়েছে– ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর প্রতিদ্বন্দ্বী মেরিন ল্য প্যাঁর ডানপন্থী দল আশানুরুপ ফল করতে পারেনি। ম্যাক্রোঁর মধ্যপন্থী দল আঞ্চলিক নির্বাচনে প্রদত্ত ভোটের ১০ শতাংশের কিছু বেশি পেতে পারে যা দ্বিতীয় পর্বের নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করবে। তবে মেরিন ল্য প্যাঁর ডানপন্থী দলটি যে পরিমাণ ভোট পাবে বলে আশা করেছিল তা হয়নি। তাই এখন ম্যাক্রোঁ ও প্যাঁর দল কনজারভেটিভ পার্টির থেকে পিছিয়ে রয়েছে। ম্যাক্রোঁর দলের সাংসদ অরোরে বের্জে এই খারাপ ফলকে ’দলের গালে গণতন্ত্রের চড়’ বলে উল্লেখ করেছেন। এদিকে– ল্য প্যাঁর দলও রবিবারের প্রথম পর্বের েভাট শেষে অন্তত একটি অঞ্চলে জয়ের প্রত্যাশা করেছিল– কিন্তু এক্সিট পোল বলছে ডানপন্থী দলটি তা পাচ্ছে না। প্রসঙ্গত– ল্য প্যাঁ নির্বাচনে না দাঁড়ালেও তিনি দলের হয়ে প্রচার করেছেন জোরকদমে। রবিবার সর্বনিম্ন ভোটার উপস্থিতিকে তিনি একটি ’নাগরিক বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়– ’এর মুখোমুখি হতে হবে– দেখা গিয়েছে ৭০ শতাংশ মানুষই নির্বাচনী ব্যবস্থায় অনাস্থার কারণে ভোট দেননি। কারণ তারা মনে করেছেন কোনও পরিবর্তনই হবে না।’