পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একনাগাড়ে চলা তিনদিন ধরে বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই মহারাষ্ট্রের একাধিক এলাকায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় কোঙ্কনের রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলা সহ পশ্চিম মহারাষ্ট্রের পুনে, সাতারা ও কোলহাপুরে পরবর্তী ২৪ ঘন্টা সতর্কতা জারি করা হয়েছে।
মহারাষ্ট্রের একাধিক এলাকা জলের তলায়। এর মধ্যে রয়েছে মুম্বই সহ কোঙ্কান, কোলহাপুর সহ একাধিক জেলা। অর্ধেক ডুবে গেছে কৃষ্ণময় মন্দির।
বৃহস্পতিবার রাতেই ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রায়গড় জেলা। ৯৬৫ জন পরিবারকে অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১০টি হাই-ওয়ে, ২৯টি জেলা সড়ক, ১৮টি গ্রামীণ রাস্তা বন্ধ হয়ে পড়েছে। মুম্বই ও কোঙ্কন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বাতিল বহু ট্রেন। হেলিকপ্টারে করে চলছে উদ্ধারকার্য।
প্রধানমন্ত্রী মোদি মহারাষ্ট্রে বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহদের পরিবার পিছু ৫০ হাজার অনুদানের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে জানিয়েছেন,’ মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসের কারণে প্রাণহানি ঘটেছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারী বৃষ্টির কারণে মহারাষ্ট্রের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়া হচ্ছে।’
ট্যুইট করে সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।