পুবের কলম ওয়েবডেস্কঃ টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, যার জেরে ধ্বস নেমেছে কার্শিয়াংয়ের তিনধরিয়া জাতীয় সড়কে। তার ফলে বন্ধ যান চলাচল। শিলিগুড়ি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং। গাড়িগুলিকে ঘুরপথে রোহিনী হয়ে কার্শিয়াং এবং দার্জিলিংয়ে পৌঁছতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ।
বাংলায় পা দেওয়ার পর থেকেই বর্ষা একেবারে ” বাপি বাড়ি যা” স্টাইলে চালিয়ে খেলছে। উত্তর ও দক্ষিণবঙ্গে চলছে ভারী বর্ষণ। শুক্রবার উত্তরবঙ্গবাসীকে বৃষ্টি থেকে রেহাই মেলার কোনও খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।