পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে বিশ্বের ১০০টিরও বেশি দেশে। বিজ্ঞানীরা যখন ডেল্টা মোকাবিলার পথ খুঁজছেন তখনই আতঙ্ক বাড়িয়ে এল ল্যামডা স্ট্রেন। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রক বলছে, ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও অধিক ভয়ঙ্কর ল্যামডা স্ট্রেন। গত চার সপ্তাহে কমপক্ষে ৩০টি দেশে এই স্ট্রেনের দ্বারা সংক্রমণের খবর মিলেছে।
স্বাস্থ্যমন্ত্রক এক ট্যুইটে বলেছে, ল্যামডা স্ট্রেনের উৎপত্তি হয়েছে পেরুতে। বিশ্বের মধ্যে ওই দেশটিতেই মৃত্যুর হার সর্বোচ্চ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট বা স্ট্রেন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। সেখানে এতে কমপক্ষে ৬ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ট্যুইটে আরও বলা হয়েছে যে, গবেষকরা এই স্ট্রেনকে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা যায়, ল্যামডা ভ্যারিয়েন্ট বিজ্ঞানীরা সি.৩৭ নামে শনাক্ত করেছেন। এটা প্রথম শনাক্ত হয় লাতিন আমেরিকার দেশ পেরুতে। এর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বরের শুরুর দিকে। তারপর থেকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এই ভ্যারিয়েন্টেরই আধিক্য বেশি। সেখানে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৮০ ভাগেরও বেশি এই ভ্যারিয়েন্টের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ১৪ই জুন ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট বা ভিওআই হিসেবে চিহ্নিত করেছে।