পুবের কলম, ওয়েবডেস্কঃ লখিমপুর খেরিতে (Lakhimpur kheri) ৮ কৃষক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকলেও গেলেন না খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র এর পুত্র। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিশ্র পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আশিস কুমার এই মুহূর্তে বাইরে আছেন। তবে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে যোগী রাজ্যের পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের বাড়ির বাইরে একটি নোটিশ সাঁটিয়েছে। সেই নোটিশে অজয় কুমার মিশ্রের পুত্র আশিস মিশ্রকে শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে লেখা আছে, অজয় কুমার মিশ্রের পুত্র আশিস মিশ্রকে শুক্রবার সকাল ১০টায় লখিমপুর খেরির রিজার্ভ পুলিশ লাইনের ক্রাইম ব্র্যাঞ্চ অফিসে হাজিরা দিতে হবে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের মাঝে ঢুকে পড়ে কেন্দ্রীয়মন্ত্রীর অজয় মিশ্রর কনভয়। তাঁর ছেলে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। তাঁকে জেরা করার জন্য সমন পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।
লখিমপুর কাণ্ড নিয়ে ক্রমশই উত্তপ্ত হচ্ছে উত্তরপ্রদেশ। প্রায় ৩৫ ঘণ্টা আটক করে রাখার পর মঙ্গলবার প্রিয়ঙ্কা গাঁধীকে গ্রেফতার দেখায় উত্তরপ্রদেশের পুলিশ।
উত্তরপ্রদেশ পুলিশ লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস কুমার ও অন্যদের বিরুদ্ধে ডিআইজি উপেন্দ্র আগরবালের নেতৃত্বাধীন ৯ সদস্যের মনিটরিং কমিটি গঠন করেছে।
লখিমপুর খেরিতে কৃষকদের মৃত্যুর ঘটনায় এফআইআর-এর স্টেটাস কী এবং অভিযুক্তদের গ্রেফতার করা প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই লখিমপুর খেরি কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়।
সুপ্রিম কোর্টের ঠেলায় পরে নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ সরকার। ঘটনায় আশিস পাণ্ডে ও লবকুশ রানা নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই কেন্দ্রীয় মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ছেলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে যোগী প্রশাসনের বিরুদ্ধে। এদিকে চাপের মুখে লখনউ জোনের আইজি লক্ষ্মী সিং জানিয়েছেন, তারা কাউকে বাঁচানোর চেষ্টা করছেন না। আইন সকলের জন্য সমান। সঠিক পদক্ষেপই নেওয়া হবে।