অর্পিতা লাহিড়ীঃ এই কলকাতার মধ্যে আছে আরও একটা কলকাতা মধ্য কলকাতার বো- ব্যারাক, অ্যাংলো ইন্ডিয়ান এই পল্লীটি সেজে উঠছে বড়দিন এর সাজে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এর সময় এই ব্যারাক গুলি ব্রিটিশ সৈনিক দের আবাসস্থল হিসাবে ব্যবহার করা হত।
যার নাম ছিলো গ্যারিসন মেস। দেশ স্বাধীন হবার পর অ্যাংলো ইন্ডিয়ান রা বংশপরম্পরায় এই বো ব্যারাকেই থেকে যান। লাল ইঁটের ব্রিটিশ স্থাপত্য এর এই আবাসন গুলিতে বর্তমানে থাকেন ৬০০ আবাসিক।⊥
২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বড়দিনের উৎসব।চলবে ২রা জানুয়ারি অবধি। আপাতত তৈরি হচ্ছে নানা ধরনের সুস্বাদু ফ্রুট কেক ব্যারাক লাগোয়া বেকারি তে। তবে করোনা কালে কঠোর ভাবে কোভিড বিধি মেনে তবেই প্রবেশ করা যাবে।
কলকাতার বড়দিন যেন বো ব্যারাক ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তারই কিছু টুকরো মুহুর্ত ফ্রেম বন্দী। ( ছবি প্রতিবেদক)