পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৭ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বেশকিছু নজরকাড়া সাফল্য রয়েছে তাঁর। কিন্তু এখনও পর্যন্ত আইসিসি’র কোনও প্রতিযোগিতায় দেশকে ট্রফি দিতে পারেননি । বিশ্বকাপ– চ্যাম্পিয়ন্স ট্রফি– টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইত্যাদি বিভিন্ন টুনামেন্টে কোনও সেমিফাইনাল আবার কোনও ফাইনালে হারতে হয়েছে বিরাট ব্রিগেডকে। নিউজিল্যান্ডের কাছে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়া হেরে যাওয়ার পরে ফের বিভিন্ন মহল থেকে দাবি তোলা হচ্ছে– দেশের টি-২০ দলের নেতৃত্বভার তুলে দেওয়া হোক রোহিত শর্মার কাঁধে। দলের ওপেনার কে এল রাহুল অবশ্য বর্তমান অধিনায়কের পাশেই দাঁড়াচ্ছেন। বিরাট কোহলির নেতৃত্বে যে কজন ক্রিকেটার উঠে এসেছেন তাদের মধ্যে একজন রাহুল।
এক প্রতিক্রিয়ায় রাহুল বলেন– ‘কোহলির নেতৃত্বে খেলতে নামা একটা দারুন অভিজ্ঞতা। ও প্রচন্ড আবেগপ্রবণ। কোনও ক্রিকেটারদের ক্ষমতা যদি হয় ১০০– তাহলে কোহলি জানে তার থেকে কিভাবে ২০০ বার করে নিতে হয়।’
শুধুমাত্র কোহলিই নয়– রাহুল প্রশংসা করেছেন– দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। রাহুল অবশ্য ধোনির অধীনে বেশি দিন খেলার সুযোগ পাননি। তবে ড্রেসিংরুমে এবং অনান্য সময়ে কাছ থেকে ধোনিকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্বকাপ জয়ী অধিনায়কের ব্যক্তিত্বে মুগ্ধ রাহুল বলছেন– ‘যদি কেউ আমাকে এসে জিজ্ঞেস করে– আমাদের সময়কার অধিনায়কদের মধ্যে কার কথা প্রথমে মনে আসে– তার উত্তর অবশ্যই এম এস ধোনি। আমরা ওর নেতৃত্বে সকলেই কম-বেশি খেলেছি । ও অনেক টুর্নামেন্ট জিতেছে। দেশকে প্রচুর সাফল্য দিয়েছে। ধোনির সবচেয়ে বড় পাওনা হল– অধিনায়ক হিসেবে সতীর্থদের থেকে নির্ভেজাল সম্মান। ওর জন্য টিমের যে কেউ বন্দুকের গুলি খেতেও দু’বার ভাববে না।’