পুবের কলম ওয়েবডেস্কঃ কৃষক বিক্ষোভ নিয়ে ফের উত্তাল রাজধানী। সোমবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। গোটা রাজধানী মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তার মোড়কে। সোমবার যন্তরমন্তরে আয়োজিত মহা পঞ্চায়েতের মূল অ্যাজেন্ডা ছিল কৃষক আন্দোলনের না মানা দাবিগুলি। সকাল ১০ টা থেকে শুরু হয় মহাপঞ্চায়েত।
তবে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে মহাপঞ্চায়েত শুরু হওয়ার আগেই। গাজীপুর সীমান্তে আটক করা হয় ১৯ জন কৃষককে। নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি সংযুক্ত কিষাণ মোর্চা তুলে দেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাতে। কৃষক নেতা রাকেশ টিকায়েতকেও আটক করা হয়।
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, “এই সরকার যেভাবে কৃষকদের সমস্যা মোকাবিলা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সম্পর্কে আপনাকে জানাতে আমরা এই চিঠি লিখছি। কৃষি মন্ত্রক ৯ ডিসেম্বর, ২০২১-এ সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, আমরা দিল্লি সীমান্তে আমাদের বিক্ষোভ আন্দোলন তুলে নিয়েছি গত ১১ ডিসেম্বর। কিন্তু আজ পর্যন্ত সরকার সেই চুক্তি পূরণ করেনি। শুধু তাই নয়, সরকার মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মতো আরও কৃষকবিরোধী নীতি চালু করছে।”
সংযুক্ত কিষাণ মোর্চা তাদের দেওয়া স্মারকলিপিতে রাষ্ট্রপতিকে আরও লিখেছে “ ৯ ডিসেম্বর ২০২১ তারিখে কিষাণ মোর্চার সঙ্গে করা চুক্তিটির পূর্ণ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভাকে পরামর্শ দিতে অনুরোধ করছি।‘’’ এর পাশাপাশি ১৭ই আগস্ট ২০২২ তারিখে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো ডিমান্ড নোটিশটি গ্রহণ করার জন্যও অনুরোধ জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।