পুবের কলম ওয়েবডেস্ক: ঘৃণার বদলে গান্ধিগিরিতেই আস্থাশীল আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যারা তাঁকে ‘ চোর চোর’ বলে আওয়াজ দিচ্ছেন, বিরোধীতা করছেন গুজরাতে আপ ক্ষমতায় এসে তাঁদেরই মন জয় করে নেবে।
কেজরি বলছেন ‘আপনি যেকোন দলের হয়েই স্লোগান দেন না কেন, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি – গুজরাতে সরকার গঠনের পরে, আমি আপনাদের বাচ্চাদের জন্য স্কুল তৈরি করব, আমি আপনার বাড়িতে অসুস্থ কারও চিকিৎসারও ব্যবস্থা করব, আপনার সন্তানদেরও চাকরির ব্যবস্থা করব। আপনার মন জয় করব। আপনিও একদিন আপে যোগ দেবেন”
ঠিক কি হয়েছিল যার জন্য কেজরি এই আবেগপ্রবণ ট্যুইট। শনিবার গুজরাতের নবসারিতে প্রচারে যান কেজরি। সেখানে দেখা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকতেই উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান তোলেন। পাশাপাশি ওঠে মোদি মোদি স্লোগানও।
ওয়াকিবহাল মহলের মতে গুজরাতে আপ সেভাবে দাঁত ফোটাতে পারবেনা সেটা ধরে নিয়েই বিজেপি কর্মী- সমর্থকরা এহেন স্লোগান তোলেন।
ব্যথিত কেজরি নিজেই এই স্লোগানের ভিডিও ট্যুইট করেন, এবং প্রতিশ্রুতি দেন আপ ক্ষমতায় এলে তিনি এদের মন জয় করবেনই। চলতি বছরেই গুজরাতে বিধানসভা নির্বাচন। দিল্লির পর পঞ্জবেও দেখা দিয়েছে ঝাড়ু ঝড়। গুজরাতে কংগ্রেস অনেকটাই নিষ্প্রভ। আপ কি পারবে অঘটন ঘটাতে ? আপাতত সেই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা।