পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র দু’দিন আগেই অলিম্পিকের গেমস ভিলেজে তিন জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। রবিবার অলিম্পিক গেমস আয়োজনকারীরা আরও ১০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার খবর জানিয়েছেন । সোমবার অলিম্পিক গেমসের আয়োজনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা আক্রান্তের মধ্যে অলিম্পিক গেমস কভার করতে আসা এক সাংবাদিকও রয়েছেন। তাকে ইতিমধ্যেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে । সোমবার যে তিনজনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছে, তার মধ্যে সেই সাংবাদিক ছাড়াও রয়েছেন এক ঠিকাদার এবং ফুটবল অ্যাসোসিয়েশনের কোনও এক কর্তা। সেটি সম্ভবত দক্ষিণ আফ্রিকার। কারণ দক্ষিণ আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে। তবে কারা কারা করোনা আক্রান্ত হয়েছেন সে তথ্য সামনে আনেনি অলিম্পিক কমিটি। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাওয়া কোনও অ্যাথলিট করোনা আক্রান্ত হয়নি। গেমস ভিলেজে তারা সুরক্ষিত রয়েছেন।