পুবের কলম ওয়েবডেস্কঃ প্রথম চিনা প্রেসিডেন্ট হিসেবে তিব্বত সফরে এলেন প্রেসিডেন্ট শি জিনপিং। আচমকা এই সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে তিব্বতকে চিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতেই জিনপিং এর এই সফর।
তবে জিনপিং এর সফরের ওপর কড়া নজর রাখছে নয়া দিল্লি। জানা গিয়েছে এই সফরে জিনপিং অরুণাচলপ্রদেশ-তিব্বত সীমান্তের কাছে অবস্থিত নিয়াংচি শহরে পৌঁছে যান। সেখানে সিচুয়ান-তিব্বত রেল প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। সেই সফর চিনা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে।
গালওয়ান সংঘর্ষের ক্ষত এখনও টাটকা। তারপর অরুণাচল প্রদেশের গা ঘেঁষেই ছুটবে চিন থেকে তিব্বত বুলেট ট্রেন। যার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে চিনা প্রেসিডেন্টের এই সফর। তাই প্রতিটি পদক্ষেপের কড়া দৃষ্টি রাখছে ভারত।
অরুণাচল সীমান্তের এত কাছে জিনপিং পৌঁছে যাওয়ায় জল্পনা বেড়েছে বেজিংয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে।