পুবের কলম, ওয়েবডেস্কঃ লখনউয়ের বাসিন্দা হিন্দু সেনাপ্রধান সুশীল তিওয়ারিকে শনিবার দিল্লি পুলিশ যন্তর-মন্তরে বিক্ষোভের সময় সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে বলে একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছিল এবং এর মধ্যে একটিতে সুশীল তিওয়ারিকে ধর্মবিদ্বেষী অশ্লীল ভাষা ব্যবহার করতে এবং একটি সম্প্রদায়ের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।
এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী তথা দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। অশ্বিনী উপাধ্যায় ছাড়াও, প্রীত সিং, দীপক সিং, দীপক কুমার, বিনোদ শর্মা এবং বিনিত বাজপাইকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে,নয়াদিল্লির যন্তর মন্তরের দলীয় কর্মসূচিতে ধর্মবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিজেপি নেতাদের ওই ধর্মবিদ্বেষী মন্তব্যের ভিডিও। অভিযোগ, তাঁদের মন্তব্য ধর্মে-ধর্মে বিবাদ তৈরি করতে পারে। ওই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। যদিও অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য, এই ভিডিয়ো সম্পর্কে কিছুই জানেন না তিনি। বলেন, ‘হয়তো ৫-৬ জন স্লোগান দিতে থাকতে পারেন। কিন্তু তা একেবারেই উচিত হয়নি।’