পুবের কলম,ওয়েবডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে সামরিক উপস্থিতি বজায় রাখার পর অবশেষে দেশে ফিরছে আমেরিকা ও ন্যাটো জোটের সেনারা। সেই প্রক্রিয়ারই আওতায় ইউরোপের দুই দেশ হিসাবে জার্মানি ও ইতালি আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, আমেরিকা ও জোটবাহিনী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনিগ্রেট ক্রাম্প কেরেনবাউর ট্যুইট করে জানান, ’প্রায় ২০ বছর ধরে মোতায়েন থাকার পর আমাদের সর্বশেষ সেনাদল আফগানিস্তান ত্যাগ করেছে।’
আফগান যুদ্ধে জার্মান সেনার ৫৯ জন সদস্য নিহত হয়েছেন। জার্মানির পাশাপাশি ইতালির প্রতিরক্ষামন্ত্রকও সেনা প্রত্যাহার শেষ করার বিষয়টি নিশ্চিত করেছে। বাইডেন সেনা প্রত্যাহার করার ঘোষণা করার পর অবশ্য বেশ চাপের মুখে পড়েছে আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ গানি এ নিয়ে বেশ আশঙ্কার মধ্যেই রয়েছেন। কারণ বিশ্লেষকরা জানিয়েছেন, খুব শীঘ্রই তালিবান দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলি বাগিয়ে নেবে। এর আগেও সশস্ত্র রাজনৈতিক দলটি দেশটির ৫০টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গিয়েছে। তালিবানের সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না সরকারি সেনাবাহিনী।