পুবের কলম, ওয়েবডেস্ক: গাজার জেনারেল ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের প্রধান সামি আল-আমাসি বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরাইলের চালানো সর্বশেষ আগ্রাসনে উপত্যকাটির ২০টি কারখানা ধ্বংস হয়েছে এবং একইসঙ্গে কর্মহীন হয়ে গিয়েছেন অন্তত ৫ হাজার মানুষ।
এক বিবৃতিতে আল আমাসি জানান, ইসরাইলের সাম্প্রতিক হামলায় গাজা উপত্যকার ধুঁকতে থাকা অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। রুজি রোজগার হারিয়ে বহু মানুষ এখন পথে বসেছেন। তাঁর মতে, বিগত দুই দশক ধরে গাজার দুর্বল অর্থনৈতিক কাঠামোকে শক্তপোক্ত না করা গেলেও ইসরাইল বারংবার হামলা চালিয়ে গাজাকে সর্বস্বান্ত করে দিয়েছে। আর কোভিড-১৯ সংক্রমণ দেখা দেওয়ার পর পা থেকে জমি সরে গিয়েছে বহু ফিলিস্তিনি পরিবারের। ইসরাইলি হামলার মূল লক্ষ্য ফিলিস্তিনি অর্থনীতিকে ধ্বংস করা ছিল বলেই মনে করেন আল আমাসি। এ কারণেই, ইসরাইলি বিমানবাহিনী বেছে বেছে বাণিজ্যিক বিল্ডিংগুলিকে ধূলিসাৎ করেছে।
এরই পাশাপাশি কোভিডের কারণে বিগত বছর গাজার অন্তত ১ লক্ষ ৬০ হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। গাজা উপত্যকায় ৫৫ শতাংশ বেকারত্ব বেড়েছে। ড্যামেজ কন্ট্রোলে আল আমাসি উপত্যকার উপশ্রমমন্ত্রী ইহাম আল ঘুসেইনকে একটি তহবিল গঠনের আহ্বান জানিয়ে কাজ হারানো মানুষদের সহায়তার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে আরব, ইসলামি ও আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলিকে ইসরাইলি অধিকৃত অঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আল আমাসি।