পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরায়েলের হামলায় শুক্রবার চারশো’র মতো ফিলিস্তিনি আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ফাঁড়ির বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে তাদের উপর গুলি চালায় ইসরাইলের সেনাবাহিনী। সেই সঙ্গে ড্রোন থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আহতদের মধ্যে ৩১ জন লাইভ অ্যামিউনিশনে আহত হন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে এই খবর। ড্রোন থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। যার কারণে পশ্চিম তীরের বেইতা শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিক্ষোভকারীরা টায়ারে৷ আগুন ধরিয়ে দেয় এবং ইসরাইলের সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়তে থাকে।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে ৩৭৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩১ জন লাইভ অ্যামিউনিশনে আহত হন। তবে, ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। একই ধরনের ঘটনা কাফর কাদ্দাম শহরে এবং বেইত দাজানে ঘটেছে। এখানে টিয়ার গ্যাসে আহতদের অনেককে প্রাথমিক চিকিৎসা করা হয়। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হেবরনের মাসাফের ইয়াত্তায়ও বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভেও হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ভূখণ্ডে ইসরাইলের সব স্থাপনা অবৈধ। ইসরাইল ও ফিলিস্তিনের হিসাব অনুযায়ী, পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরাইলের মোট ১৬৪টি বসতি ও ১১৬টি ফাঁড়ি আছে। যাতে প্রায় ৬ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারীর বসবাস।
সম্প্রতি পশ্চিম তীরে উত্তজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে থাকা অন্যতম বসতি হচ্ছে এভিয়াটার। এই বসতি উচ্ছেদের জন্য ফিলিস্তিনিরা বিক্ষোভ করে আসছে। কিন্তু ইহুদিরা সেটি ছেড়ে যেতে নারাজ। ফিলিস্তিনিরা বলছে, তাদের ভূমিতে এভিয়াটার বসতি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তারা আশঙ্কা করছেন, এখান থেকে আস্তে আস্তে ইহুদিরা তাদের বসতি আরো সম্প্রসারণ করতে পারে।