পুবের কলম, ওয়েবডেস্ক: ইজরাইল-ফিলিস্তিন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে গাজা। এই ঘটনার পর থেকেই বয়কটের ডাক দেওয়া হয়। ধাক্কা খেয়েছে বৈশ্বিক অর্থনীতি। এবার বয়কট নিয়ে মুখ খুললেন ম্যাকডোনাল্ডসের সিইও ক্রিস কেম্পজিনস্কি। তাঁর মুখেও শোনা গেল আর্থিক ক্ষতির কথা। বৃহস্পতিবার তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার সমর্থনে ফাস্টফুড বয়কটের ফলে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। বয়কট প্রচারাভিযানের ফলে স্টারবাকস এবং কেএফসির মতো নামি বেশকয়েকটি পশ্চিমা ব্র্যান্ড ধাক্কা খেয়েছে।
এই যুদ্ধের ফলে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে বয়কট ক্যাম্পেইন চালানো হয়। এই যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে ফাস্টফুড কোম্পানিগুলি। ফিলিস্তিনিপন্থী জনগণকে পরিবর্তে স্থানীয় বিকল্প জিনিসপত্র কেনার আহ্বান জানিয়েছেন। ম্যাকডোনাল্ডস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সংস্থাকে জানায়, যুদ্ধ শুরুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে হাজার হাজার খাবার প্যাকেট বিনামূল্যে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
সামাজিক মাধ্যমে ম্যাকডোনাল্ডসের সিইও লেখেন, বলেন, “মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বাজার এবং বাইরের বাজারে যুদ্ধ এবং এর সাথে সম্পর্কিত ভুল ছড়ানো হয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে ম্যাকডোনাল্ড সহ অন্যান্য ব্র্যান্ডগুলি।” তিনি আরও লেখেন, “এমন ঘটনা হতাশাজনক এবং যেসব দাবি করা হয়েছে তা ভিত্তিহীন। মুসলিম দেশসহ আমরা যেখানে ব্যবসা করি সেখানে ম্যাকডোনাল্ডস গর্বের সাথে স্থানীয়দের ব্যবসার সুযোগ করে দিয়েছে। স্থানীয়রাই ম্যাকডোনাল্ডস এর প্রতিনিধিত্ব করে। স্থানীয় হাজার হাজার নাগরিকদের কাজ দিয়ে তাদের সম্প্রদায়ের সেবা ও সমর্থন করার জন্য নিরলসভাবে কাজ করছি।”