পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-ইরান যুদ্ধের আবহে বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া। রবিবার ভারত এবং ইজসরাইলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করল উড়ান সংস্থাটি। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেল আবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে দিল্লি থেকে তেল আবিবের মধ্যে এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান যাতায়াত করে। উড়ান সংস্থাটি এর আগে হামাস আক্রমণের সময় ইসরাইলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। ফের একবার যুদ্ধ পরিস্থিতিতে উড়ান পরিষেবা বন্ধ করল সংস্থাটি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরিষেবা চালু করা হবে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।