পুবের কলম, ওয়েবডেস্ক: মুসলিমদের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষী প্রোপাগাণ্ডা চালাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের শত শত নাগরিককে খুন করে তাদের বাসভূমি জবরদখল করে নিচ্ছে তারা। আর সেই জায়নবাদী দেশটিকেই সম্মান দিয়ে ভালো সম্পর্ক তৈরি করে চলেছে সংযুক্ত আরব আমিরশাহি। দেশটি এবার পাঁচ হাজার ইসরাইলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জেহাদ। আবু ধাবিকে ‘বিশ্বাসঘাতক’ সরকার বলেও অভিহিত করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। ইসলামি জেহাদের মুখপাত্র তারিক সালমি ইয়েমেনের আল-মাসিরা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন। তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরশাহিসহ অন্যান্য আরব দেশকে তাদের ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।
সালমি বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং যুদ্ধে জেতার ভুয়ো দাবি প্রমাণিত হয়েছে তেল আবিবের। তাই ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপন করা উচিত নয়।
গত বৃহস্পতিবার ‘এমিরেতস লিকস’ ওয়েবসাইট খবর দেয়, গত তিন মাসে প্রায় ৫,০০০ ইসরাইলি আমিরশাহির নাগরিকত্ব লাভ করেছে। আমিরশাহি বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধন করার পরই ইসরাইলিরা সুযোগ পেয়ে যান। এর আগে বিদেশিদের নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাশাহি। এমিরেতস লিকস জানায়, পুঁজি বিনিয়োগের অজুহাতে দুবাই ও আবু ধাবিতে ইসরাইলি নাগরিকদের আনাগোনা ব্যাপকভাবে বেড়ে গেছে। জানা গেছে, ইসরাইলিরা তাদের নিজস্ব নাগরিকত্ব ত্যাগ না করেই আরব আমিরশাহির নাগরিকত্ব গ্রহণ করার সুযোগ পেয়েছেন।