পুবের কলম, ওয়েবডেস্কঃ ইজরায়েলি হানায় বিধ্বস্ত গাজার পুনঃগঠনের জন্য আর্থিক সাহায্য পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের সহানুভূতিশীল রাষ্ট্রগুলি। উল্লেখ্য, কাতার ইতিমধ্যেই পাঁচ মিলিয়ন ডলার সাহায্যের কথা জানিয়েছে। হামাসের তদারকিতেই এই পুনঃগঠনের কাজ চলবে। বৈদেশিক রাষ্ট্রগুলির এহেন সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে ইজরায়েল। আন্তর্জাতিক মহলে নেতানিয়াহু পরবর্তী প্রধানমন্ত্রী নাভাতোলি বেনেট নিজের মানবিক ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর। মঙ্গলবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রীওমর বার লেভ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট “এমন একটি পরিকল্পনা নিয়েছেন মূলত যা হবে মানবিক। তা হ’ল খাদ্য ভাউচার, শিক্ষা সংক্রান্ত ভাউচার, যা নগদ নয়। যা দিয়ে গাজার উন্নয়ন সম্ভব হবে”। যদিও হামাসের দাবি এটা আসলে সরাসরি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করার নয়া ইজরায়েলি কৌশল।