পুবের কলম ওয়েব ডেস্কঃ রোহিত শর্মা, বীরেন্দ্র সেহবাগ, শচীন তেন্ডুলকরের পর এবার ঈশান কিশান। বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে নিজের প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি করে নজির করলেন ঈশান। টাইগারদের বিরুদ্ধে এদিন শুরু থেকেই ঈশানকে বেশ মারমুখি দেখিয়েছে। রোহিত না থাকায় এদিন তিনি ওপেন করেছিলেন । আর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন ঈশান। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। এর আগে শচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগ একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার পর রোহিত শর্মা একদিনের ক্রিকেটে মোট তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করলেন ঈশান কিষান। আউট হওয়ার আগে করে গেলেন ২১০ রান। খেলেন ১৩১ টি বল। মারলেন ২৪ টি চাঁদ এবং দশটি ছক্কা। বিরাট কোহলিকে সঙ্গে করে গড়ে ফেললেন পাহাড় প্রমাণ ইনিংসের পার্টনারশিপ।