পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রাষ্ট্রপতি নির্বাচন। সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেনা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ।
আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এর কারন খোলসা করে জানিয়েছেন। নওশাদের কথায় তাঁরা কোনভাবেই এনডিএ সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মু কে ভোট দেবেন না। রইল বাকি যশন্ত সিনহা। নওশাদ সিদ্দিকী বলেন যশবন্তের আগের রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল।
নওশাদের আরও দাবি যশবন্ত শুধু নিজের রাজনৈতিক দল বদল করেছেন। তাঁর মতাদর্শের কোন বদল হয়নি। তাই তাঁকে ভোট দেবেনা আইএসএফ। তাই সবদিক বিবেচনা করেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইএসএফ দলের একমাত্র বিধায়ক। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দল আইএসএফ ৷ বিধানসভায় তাদের প্রতিনিধি সংখ্যা মাত্র এক জন ৷ তাদের একটিমাত্র ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে কোন আসমান জমিন ফারাক হবেনা বলেই দাবি।