পারিজাত মোল্লা: চলতি পঞ্চায়েত নির্বাচন ঘিরে হানাহানির শীর্ষে ভাঙ্গড় বিধানসভা এলাকা।যুযুধান দুই রাজনৈতিক দলের বেশ কয়েকজন মারা গেছেন গোলাগুলিতে। আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। একপ্রকার বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে ভাঙড়।এইরকম এলাকার স্থানীয় বিধায়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে নিরাপত্তা চেয়ে মামলা দাখিল করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর নিরাপত্তা বিঘ্নিত ।
তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে । এমনই দাবি করে নিজের জন্য নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ।তাঁর দাবি, -‘ তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারে । আগেই নিরাপত্তা চেয়ে রাজ্য ও কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু এখনও নিরাপত্তা না পাওয়ায় এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হলেন বলে জানা গেছে ।তাঁর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, “নওশাদের কোনও নিরাপত্তা নেই । এদিকে ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র । নওশাদের নিরাপত্তা বিঘ্নিত ।”
এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা । আজ অর্থাত্ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।চলতি পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশকে কেন্দ্র করে গোটা রাজ্যই বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত । চলে গুলি ও বোমার তাণ্ডব । শাসক ও বিরোধীদের সংঘর্ষে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন । আহত হয়েছেন অনেকে । মনোনয়ন পেশের দিনগুলোয় সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে । গত ১৪ জুন ভাঙড়ে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় ।
দুই দলের সংঘর্ষের ফলে দলীয় প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা করতে পারেননি বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার পুলিশকে এসকর্ট করে বিরোধী দলের সদস্যদের মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ।কিন্তু ওই প্রার্থীরা ভাঙড়ের কাছে শোনপুর বাজারে পৌঁছলে ব্যাপক গুলি-বোমা ছোড়া হয় বলে অভিযোগ ।
আইএসএফ-এর দাবি, -‘সেই ঘটনায় তাঁদের তিনজন কর্মীর মৃত্যু হয়েছে ‘। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে স্থানীয় নেতা-নেত্রীরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে । সেই কারণেই নিরাপত্তার দাবিতে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ।প্রসঙ্গত, কয়েক মাস পূর্বে ধর্মতলায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে গণ্ডগোলের জেরে নওশাদ সিদ্দিকী-সহ প্রায় ৮০ জন কর্মী সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ । দীর্ঘদিন জেলবন্দি থাকার পর কলকাতা হাইকোর্ট ধৃতদের জামিন দেয় ।ফের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভাঙ্গড় উত্তপ্ত। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।