পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার হামলার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সেদেশে বসবাসকারী শিখ ও হিন্দুদের জন্য তৎকাল ভিসার ব্যবস্থা করল। জরুরি অবস্থায় প্রায় ১০৩ জনকে ই-ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানে থাকা শিখ ও হিন্দুরা যদি এখনই ফিরে আসতে চান সেজ্য এই তৎপরতা। শনিবারের হামলা নিয়ে বারতের তদন্ত সংস্থা এনআইএ তদন্ত শুরু করছে। তবে গতকালের ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। তাদের পোর্টালে লিখেছে, ভারতে পয়গম্বর সা.-এর অবমাননা নিয়ে এই হামলা চালিয়েছে তাদের এক ইউনিট।
একজন মারাও গিয়েছেন। যদিও আফগানিস্তানে তালিবান সরকারের দাবি জঙ্গি গোষ্ঠীর সকলকেই খতম করা হয়েছে। বিবিসি লিখেছে শনিবার সকালে ৬টা থেকে ১০টা পর্যন্ত গুলির লড়াই চলতে থাকে। জঙ্গিরা বিস্ফোরক ও হ্যান্ড গ্রেনেড নিয়ে আক্রমণ করতে আসে কিন্তু তালিবান যোদ্ধারা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। যদিও একজন শিখ পুণ্যার্থী এবং একজন তালিবান যোদ্ধা নিহত হয়েছেন এই লড়াইয়ে। তালিবানরা আইএস-দের বলেছে দেশের শত্রু। সেইসঙ্গে আশ্বাস দিয়েছে নিজেরা প্রাণ বাজি রেখে গুরুদোয়ারা রক্ষা করতে থাকবে।
উল্লেখ্য, আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখলের পর সেখানে থাকা ভারতীয়রা একে একে ফিরে আসে। পরে ভারত সরকার তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়তে কিছু পদক্ষেপ গ্রহণ করে। ভারত কাবুলে ত্রাণ বাবদ খাদ্য ও ওষুধ পাঠায় মানবিক কারণে। ভারতের উচ্চপদস্থ প্রতিনিধি কয়েকদিন আগে কাবুলে গিয়েছিলেন। সেখানে বন্ধ প্রায় দূতাবাস চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে। আর এরইমধ্যে ভারতে বিজেপির মুখপাত্র নবী সা. অবমাননা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। আন্তর্জাতিক স্তরে ও মুসলিম দুনিয়ায় ভারতের ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত বা তালিবান সরকার বিজেপি প্রবক্তার মন্তব্যের নিন্দা জানায়। সেই পরিস্থিতিতে শিখ গুরুদোয়ারায় হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত।
আফগানিস্তানে ইতিপূর্বে কয়েকটি মসজিদে হামলা হয়েছে। আর সেসব ক্ষেত্রে নাম এসেছে আইএস জঙ্গি গোষ্ঠীর। তালিবানরা সম্পূর্ণ ক্ষমতা দখল করলেও আইএস জঙ্গিদের এই ধরনের চোরাগোপ্তা হামলায় কোণঠাসা কাবুল। কাবুলে পুলিশের প্রবক্তা খালিদ জাদরান বিবিসিকে জানিয়েছেন, জান কুরবান করে দিয়েছে। শিখদের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক ও সার্বিক দায়িত্ব। কিন্তু ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার জরুরি ভিত্তিতে ই-ভিসা ইস্যু করে সেখানকার আতঙ্কিত শিখদের ফিরিয়ে আনার উদ্যোগ সেইসঙ্গে জোর ধাক্কা খেল ভারত-আফগানিস্তান সম্পর্ক গড়ার পরিকল্পিত উদ্যোগ।