পুবের কলম ওয়েব ডেস্কঃ সিরিয়ার দারা প্রদেশে অক্টোবরের মাঝামাঝি সময়ে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির একটি অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশি নিহত হয়েছে বলে দাবি করেছিল মার্কিন সেনা। বুধবার এক বিবৃতিতে আইএস বিষয়টি নিশ্চিত করেছে এবং সংগঠনের নয়া নেতার নাম ঘোষণা করেছে। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিয়ো বার্তায় আইএস মুখপাত্র জানান, শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশেমির।
আইএসের মুখপাত্র নতুন নেতার নাম ঘোষণা করে বলেন, আবু আল-হুসাইন আল-হুসেইনি আল-কুরেশিকে তাদের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। আইএস মুখপাত্র সমস্ত দেশে সক্রিয় আইএস সদস্যদের নতুন নেতার প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অডিয়োতে নতুন আইএস নেতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন বাহিনীর এক অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএস প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। এরপরই মার্চ মাসে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি।
এর আগে ২০১৯ সালে সিরিয়ার ইদলিবে মার্কিন ‘ডেল্টা ফোর্স’-এর গোপন অভিযানে নিহত হন আইএসের সর্বোচ্চ নেতা আল-বাগদাদি। তারপর থেকেই দলের ভার সামলাচ্ছিলেন ৪৫ বছর বয়সী শিক্ষক আবু ইব্রাহিম। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশেমি গ্রেফতার হয়েছিল বলে খবর পাওয়া যায়। যদিও তা স্বীকার করেনি তুরস্ক।