পারিজাত মোল্লাঃ এবার কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দাখিল হল মামলা। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। আদালত সুত্রে প্রকাশ তন্দ্রিমা চৌধুরী নামে এক জন অ্যাসোসিয়েট প্রফেসর তথা অধ্যক্ষপদ প্রার্থী এই মামলাটি করেছেন।
মামলাকারীর অভিযোগ, -‘ নিয়ম না-মেনে মেধা-তালিকা তৈরি করে অযোগ্যদের জায়গা করে দেওয়া হয়েছে। তালিকার শীর্ষে রাখা হয়েছে তাঁদের’। মেধা-তালিকার শীর্ষে থাকা ওই ব্যক্তিদের মামলায় যুক্ত করা হয়েছে। মামলাকারীর আরও অভিযোগ, -‘ নিয়োগের দায়িত্বে থাকা সিএসসি বা কলেজ সার্ভিস কমিশনের শীর্ষ কর্তার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই যোগ্য প্রার্থীদের টপকে মেধা-তালিকার শীর্ষে উঠে এসেছেন ওই প্রার্থীরা’।
অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে কলেজে দশ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতার পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মানের পত্রিকায় গবেষণাপত্র প্রকাশ, এপিআই বা অ্যাকাডেমিক পারফরম্যান্স ইনডেক্স-সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অধ্যক্ষপদে নিয়োগের জন্য মেধা-তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু যে মেধা-তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কে কোন বিষয়ে কত পেয়েছেন এবং মোট কত নম্বর পেয়েছেন, তা স্পষ্ট হয়নি। কাউন্সেলিং পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। তাছাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের পিছনে ফেলে কী ভাবে বেসরকারি কলেজের শিক্ষকরা অধ্যক্ষ নিয়োগের তালিকায় জায়গা করে নিলেন, সেই প্রশ্নও উঠেছে।
অভিযোগ, -‘তাঁর থেকে বিভিন্ন বিষয়ে কম যোগ্যতাসম্পন্ন এক ব্যক্তি মেধা-তালিকার শীর্ষে স্থান পেয়েছেন’। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।