পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাইরে থেকে টিকা আনতে না পারলেও নিজেদের উদ্ভাবিত টিকা দিয়েই ইরান করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে। ইরানের উদ্ভাবিত এই টিকার নাম রাখা হয়েছে কোভ-ইরান বারাকেট। সেতাদ নামের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের একটি কোম্পানি, শিফা ফার্মড, এই টিকা উদ্ভাবন করেছে।
ইরানের এই নিজস্ব উদ্ভাবিত টিকা শুক্রবার নিলেন সে দেশের সর্বোচ্চ নেতা ৮২ বছর বয়সী আলি হোসেইনি খামেনেই দেশের প্রথম স্থানীয়ভাবে বিকশিত ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন। এরপর শুক্রবার খামেনেই ভ্যাকসিনের বিকাশকে “জাতীয় গর্ব” বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন “আমি নন-ইরানী ভ্যাকসিন ব্যবহার করতে চাইনি। আমি বলেছিলাম, স্থানীয় ভ্যাকসিন তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা আমাদের নিজস্ব ভ্যাকসিন ব্যবহার করতে পারি”
মহামারি শুরু হওয়ার পর হতে ইরানে এ পর্যন্ত ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে মারা গেছে। মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে বেশি মানুষ এই ভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় ১২ লাখ মানুষ।
ইরানের নেতারা বার বার অভিযোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা করোনাভাইরাসের টিকা আনতে পারছেন না। যদিও ঔষধপত্র এবং মানবিক ত্রাণ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হবে বলে বলা হয়েছিল।