পুবের কলম ওয়েবডেস্কঃ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই ইরানের পরমাণু কেন্দ্রের ভেতরের ছবি বা তথ্য আন্তর্জাতিক সংস্থাকে আর দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাকের কালিবাফ। কালিবাফ বলেন– ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে। ইরানের পরমাণু কেন্দ্রের কোনও তথ্য সংস্থাটিকে আর দেওয়া হবে না। পরমাণু কেন্দ্র সংক্রান্ত সব ধরনের ডেটা ও ছবি এখন থেকে শুধু ইরানের কাছেই থাকবে।আন্তর্জাতিক পরমাণু সংস্থার বিষয়ে ইরানের এই সিদ্ধান্ত ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে চলমান আলোচনার পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পরমাণু সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে ২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে চুক্তি করেছিল ইরান। চলতি বছরের এপ্রিল থেকে ওই চুক্তিতে ফেরার লক্ষ্যে আমেরিকাকে ছাড়াই ভিয়েনায় ইরানের সঙ্গে আলোচনা করছে চিন– ফ্রান্স– রাশিয়া– জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা। চলতি বছরের ফেব্র&য়ারি মাসে পরমাণু কেন্দ্র তদারকি নিয়ে ইরানের সঙ্গে তিন মাসের চুক্তি করে আইএইএ। ২৪ মে চুক্তিটি এক মাসের জন্য বাড়ানো হয়। তবে এটি আর বাড়াতে রাজি নয় ইরান। ইরানের দূত জানান– পরমাণু সংস্থাকে কোনও জবাব দিতে বাধ্য নয় ইরান। এ দিকে শুক্রবার মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান– ইরান পরমাণু কেন্দ্র তদারকি-সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়াতে ব্যর্থ হলে তা বৃহত্তর আলোচনায় গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। ২০১৫ সালের পরমাণু চুক্তিকে টিকিয়ে রাখতে আলোচনারত পক্ষগুলো সম্প্রতি জানায়– অনেক বিষয়েই এখনও পর্যন্ত ইরানের সঙ্গে ঐকমত্যে পৌঁছনো সম্ভব হয়নি।