পুবের কলম,ওয়েবডেস্ক: আকণ্ঠ মদ গিলে নাচতে নাচতে স্কুলে প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশের বরৈলির ঘটনা। ঘটনায় বহিষ্কার অভিযুক্ত ‘মাতাল’ শিক্ষক। সূত্রের খবর, এই প্রথম নয় এহেন ঘটনা রোজ ঘটে। বাকি শিক্ষকরাও ভয়ে মুখ বন্ধ করে থাকেন। কিন্তু এদিন শিক্ষকটি সীমা ছাড়িয়ে যায়। তারপরই শিক্ষা দফতরে অভিযোগ দায়ের করে বাকি শিক্ষকরা। সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয় প্রধান শিক্ষককে। জানা গেছে, নেশায় চুর প্রধান শিক্ষক এসে তুমুল অশান্তি করে। নাচানাচি থেকে শুরু করে চলে অশ্রাব্য গালিগালাজ।
নিত্যদিনের এহেন ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠে বাকি শিক্ষক। ব্যস আর কি, মনে সাহস সঞ্চয় করে দায়ের করে অভিযোগ। স্কুলের বাকি শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিদিনই মদ্যপ অবস্থায় আসেন। নেশগ্রস্ত অবস্থাতেই তিনি শিশুদের পড়ান। এর আগেও বেশ কয়েকবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল এবং তাঁকে সতর্কও করা হয়েছিল। কিন্তু এরপরও অভ্যাস বদলাননি ওই প্রধান শিক্ষক।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম প্রমোদ কুমার। তবে মদ খেয়ে মাতলামি ছাড়াও মিড-ডে-মিল না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ দিন স্কুলে আসেন না প্রধান শিক্ষক। আর যে কদিন আসেন মাতাল হয়ে আসেন। আর অশান্তি করেন। যদিও প্রধান শিক্ষক প্রমোদ কুমার সিংয়ের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনও মাতাল হয়ে স্কুলে যাননি। নির্দিষ্ট সময়ে স্কুলে যান এবং ডিউটি থেকে ফিরে আসেন। তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে।