পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়ের আনন্দে সরগরম ছিল গোটা বাড়ি। সবাই ছিল খুশিতে মশগুল। এদিকে সময় পেরিয়ে যাওয়ার পরেও বর আর বরযাত্রী বিয়েতে এসে পৌঁছয় না। ক্রমশই চিন্তার পারদ কনে বাবার চোখে মুখে। গত এপ্রিল ২২ তারিখ ছিল বিয়ের দিন। বিকেল ৪টে সময়ের মধ্যে বরপক্ষকে পৌঁছনোর কথা ছিল। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, বরের আর আসার নাম গন্ধ নেই। সন্ধ্যা ৮ পর্যন্ত বর পক্ষের জন্য অপেক্ষা করা হয়। এর পর ৮ টা’র কিছু পরে মদ্যপ অবস্থায় বিয়ে বাড়িতে এসে পৌঁছয় বর ও বরযাত্রী। আর এসেই নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে। এই অবস্থা দেখে রাগে ফেটে পড়েন কনের বাড়ির লোকজন। এক আত্মীয়ের ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দেওয়া হয় বলে জানান মেয়ের মা। মহারাষ্ট্রের বুলধানা জেলার মালকপুর পানগ্রা গ্রামের ঘটনা।
বর মণ্ডপের দিকে আসতেই মেয়ের বাবা স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি তাঁর মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দেবেন না। এর পরেই বিয়েতে আসা এক আত্মীয়ের ছেলের সঙ্গে কথা বলেন মেয়ের বাবা। তারা মেয়ের বাবার প্রস্তাবে রাজি হন। তার পর সেই পরিবারের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন বাবা।
মেয়ের বাবা জানান, বিয়ের দিন ধার্য করা হয়েছিল ২২ এপ্রিল। শুভ মুহূর্ত ছিল বিকেল ৪টে। বর ও বরযাত্রী মদ্যপ অবস্থায় নাচতেই মত্ত ছিল। রাত ৮ বেজে যাওয়ার পরেও তারা বিয়ের অনুষ্ঠানে এসে পৌঁছয় না। তখনই আমি আমার সিদ্ধান্ত বদল করে মেয়ের সঙ্গে বিয়ে বাড়িতে আসা আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়য়ের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিই’।