পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকার সমালোচনা করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু। তিনি বলেন, তুর্কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের দেশগুলি জোরালো পরিকল্পনা নিয়েছে। সুলেমান সোয়লু বলেন, তুরস্কে আমেরিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পশ্চিমা মিডিয়াগুলো কাজ করে চলেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু গণমাধ্যম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বৈরাচারী এবং অত্যাচারী শাসক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তিনি জানান, বিশ্বের যেসব দেশে আমেরিকার নিজের পছন্দের প্রার্থী থাকে, সেখানে ওয়াশিংটন একই ধরনের কাজ করে থাকে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুরস্কের রাজনীতিতে পশ্চিমাদের অনধিকার চর্চার সমস্ত পথ বন্ধ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। এজন্য পশ্চিমা দেশগুলো তাদের লক্ষ্য বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। এমন কোনও নির্বাচন নেই যাতে আমেরিকা নাক গলায় না।’ সুলেমান সোয়লু গত সপ্তাহে অভিযোগ করেছিলেন যে, আসন্ন নির্বাচনে ফের অভ্যুত্থান ঘটিয়ে তুরস্কের সরকার বদলের চেষ্টা করতে পারে আমেরিকা, যেমনটি তারা ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চেষ্টা করেছিল। এছাড়া, ১৯৬০ এবং ১৯৭১ সালে তুরস্কে যে সামরিক অভ্যুত্থান ঘটেছিল তার জন্যও আমেরিকাকে দায়ী করেন তিনি।