পুবের কলম ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীতের সম্মান করা আমাদের কর্তব্য। কিন্তু সেসবের তোয়াক্কা না করে জাতীয় সঙ্গীত চালিয়ে অশালীনভাবে নাচতে দেখা গেল এক যুবককে। পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিচ্ছিলেন আরও দুই যুবক। এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নজরে আসতেই যুবকদের শনাক্ত করে আটক করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাট শহরের। সেখানকার ৩ যুবকের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তি একটি ভাইরাল ভিডিও।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে বাজছে জাতীয় সঙ্গীত, অন্যদিকে অশ্লীলভাবে নাচ-গান করছে এক যুবক। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে মুখ বিকৃত করে নাচতে দেখা যায় যুবকটিকে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে যুবকের পাশে এসে দাঁড়ান আরও একজন। আর ক্যামেরার পিছনে থাকা যুবকদেরও ব্যঙ্গাত্মক হাসির শব্দও ভেসে আসছিল ভিডিওর মধ্যে।
If you can't respect the national anthem, you don't deserve to be free.
'Adnan' and 'Ruhel' from UP should be behind bars for this act. pic.twitter.com/cLCxCYGUbq— Zaira Nizaam 🇮🇳 (@Zaira_Nizaam) January 27, 2023
ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাঁদের আটক করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীও দণ্ডবিধি “প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১ -এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এফআইআর-এ আইনের ৩ ধারাও দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। যাতে তারা আগাম জামিন না পায়। এমনটাই জানিয়েছে রেলওয়ে রোড থানার স্টেশন হাউস অফিসার সঞ্জয় কুমার শর্মা। তিনি আরও বলেন, অভিযুক্ত ওই যুবক গুলির নাম রাহুল, আদনান ও নাভীন।
এই প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন শহর সভাপতি শচীন সিরোহি বলেছেন, জাতীয় সংগীতের অবমাননার জন্য তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার আহ্বানও জানিয়েছে তিনি।