পুবের কলম প্রতিবেদক: কোনও এলাকার মানুষ বন্যা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদের অস্থায়ীভাবে স্কুলে আশ্রয় দিতে হবে। প্রতিটি জেলা শাসককে চিঠি দিয়ে এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দাবদাহ চলছিল। তার পরই শুরু হয়েছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টিতে রাজ্যের কয়েকটি জায়গা ক্ষতির মধ্যে পড়েছে। সাধারণ মানুষ যাতে স্কুলে আশ্রয় নিতে পারে তার জন্য স্কুলগুলিকে আগাম নির্দেশ দেওয়া হয়েছে।