পুবের কলম,ওয়েবডেস্ক: আবারও বিশ্বজুড়ে অচল হয়েছে ইনস্টাগ্রাম। সোমবার সকালে জনপ্রিয় এই সামাজিক মাধ্যম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ডাউনডিটেক্টরে এই বিষয়ে প্রায় দুই লক্ষেরেও বেশি মানুষ রিপোর্ট করেছেন। দুই ঘণ্টা বিভ্রাটের পর এখন ইনস্টাগ্রাম স্বাভাবিক রয়েছে। বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লক্ষ ব্যবহারকারী।
ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র বলেন, কারিগরি সমস্যার কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারছিলেন না। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।তবে ইনস্টাগ্রামে অচলাবস্থা তৈরি হলেও মেটার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্বাভাবিক ছিল।