পুবের কলম ওয়েবডেস্কঃ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ঘুম ভেঙে জেগে উঠছে আগ্নেয়গিরি। মাউন্ট সুমেরু থেকে বেরিয়ে আসছে গরম লাভা। আকাশে ছাই ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আগ্নেয়গিরির আশেপাশের এলাকা থেকে প্রায় ২,০০০ লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) এর একজন মুখপাত্র জানিয়েছেন অগ্নুৎপাতের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক।
Gunungapi Semeru kembali muntahkan Awan Panas Guguran (APG) pada hari Minggu (4/12) sejak pukul 02.46 WIB, dengan kolom abu teramati berwarna kelabu dengan intensitas sedang hingga tebal ke arah tenggara dan selatan setinggi kurang lebih 1.500 meter di atas puncak. #Semeru #APG pic.twitter.com/v3mtSR4ILW
— BNPB Indonesia (@BNPB_Indonesia) December 4, 2022
আপাতত তাঁদের ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। তবে জাপানের পক্ষ থেকেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। আঘাত আনতে পারে সুনামি, তাই সবরকম সর্তকতা নেওয়া হয়েছে। ২০২১ সালের ৪ ডিসেম্বর সুমেরু পর্বতে প্রবল অগ্নুৎপাত শুরু হয়েছিল। সে বার ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৫ হাজার বাড়ি। মৃত্যু হয় কমপক্ষে ৫৫ জনের। আহত হন ১০০ এর বেশি । ঠিক এক বছরের মাথায় আবার জেগে উঠেছে আগ্নেয়গিরি