পুবের কলম, ওয়েবডেস্কঃ পুলওয়ামায় বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে লস্কর কমান্ডার আবু হুরাইরা সহ আর তিন জঙ্গি। বুধবার সকাল থেকেই উপত্যকায় শুরু হয়েছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এরপরই খবর মেলে যে এনকাউন্টারে লস্কর কমান্ডর আবু হুরাইরাকেও খতম করেছেন জওয়ানরা।
কাশ্মীর জোনের পুলিশের তরফে এদিন ভোরে প্রথমে জানা হয় যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তারক্ষীদের। এরপর নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়। যদিও মৃত জঙ্গিদের পরিচয় একখনও জানা যায়নি।