পুবের কলম, ওয়েবডেস্ক: রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত শ্রীলংকা ওয়ানডে সিরিজ। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে নতুন ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। একেবারে অনামী একটি দলের বিরুদ্ধে নামতে চলেছে ভারতের পরিচিত ব্রিগেড, যে দলের অধিনায়ক শিখর ধাওয়ান। দলে রয়েছেন একাধিক তারকা। পৃথ্বীশ, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, ইউজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমারদের মত একাধিক তারকা। তবে সবার নজর থাকছে পৃথ্বীশ’র দিকে। অধিনায়ক ধাওয়ান প্রথম ওয়ানডে ম্যাচে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন।
দ্রুততম ৬ হাজার রানের ক্ষেত্রে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নজির গড়তে চলেছেন শিখর ধাওয়ান। কলম্বোয় প্রথম ওয়ানডেতে ২৩ রান করলে ধাওয়ান পেরিয়ে যাবেন সৌরভ গাঙ্গুলীর রেকর্ড। সৌরভ ১৪৭ ইনিংসে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন। যদিও সে রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। তিনি ১৩৬ ওয়ানডে ম্যাচ খেলেই ৬০০০ রানের গণ্ডি পেরিয়ে প্রথম ভারতীয় হিসেবে এই মাইলস্টোন পূর্ণ করেছিলেন। রবিবার ধাওয়ান ২৩ রান করলেই দ্বিতীয় ভারতীয় হিসেবে দ্রুততম ৬০০০ রানের মাইলস্টোন পেরোবেন।
আরও একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন শিখর ধাওয়ান। শ্রীলংকার বিরুদ্ধে তাঁর এখন মোট রান ৯৮৩। ১৭ রান করলেই শ্রীলংকার বিরুদ্ধে এক হাজার রান পূর্ণ করবেন ধাওয়ান।