পুবের কলম ওয়েবডেস্কঃ শ্রীলঙ্কা বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজে ভুবনেশ্বর কুমার ও দীপক চাহাল এর অনবদ্য লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারত। ম্যাচ চলাকালীন প্রথম দিকের খেলোয়াড়দের ব্যর্থতার পরেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ভুবি-চাহার জুটি। একটা সময় যখন শ্রীলঙ্কান সমর্থকরা একপ্রকার ধরেই নিয়েছিলেন সিরিজে জিততে চলেছেন তারা, ঠিক তখনই সকলকে অবাক করে দিলেন দুই বোলার। প্রথমবার সিনিয়র দলের দায়িত্ব ধাওয়ানদের ওয়ানডে সিরিজ জেতালেন রাহুল দ্রাবিড়।
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও দলের ত্রাতা ভুবি ও চাহারই।তিনটি করে উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল। দু’টি উইকেট পান দীপক চাহার। মণীশ পাণ্ডে (৩৭) ও সূর্যকুমার যাদব (৫৩) দলকে বিপদের মুখ থেকে টেনে বের করার চেষ্টা করেন। তারপর ইনিংস খেলে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জেতালেন চাহার। ওয়ানডেতে নিজের প্রথম অর্ধশতরানকে স্মরণীয় করে রাখলেন। এবং জয় ছিনিয়ে নিলেন ভারতের হয়ে তিনি।