পুবের কলম, ওয়েবডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২১ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২২ টি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্রুপ ঘোষণা করেছে। টুর্নামেন্টকে আরও উত্তেজনাপূর্ণ করতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে আইসিসি। এমন পরিস্থিতিতে দু’বছর পর আবার ভারত ও পাকিস্তানের ক্রিকেট দলগুলি মুখোমুখি হবে।
আইসিসি ভারত ও পাকিস্তান উভয়কেই গ্রুপ ২ এ স্থান দিয়েছে। এছাড়াও এই গ্রুপে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দুটি বাছাইপর্ব দল থাকবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপটি সংযুক্ত আরব আমিরশাহীতে এবং ওমানে অক্টোবরে-নভেম্বর মাসে খেলা হবে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছিল। তবে এ সময় গ্রুপ বি’তে এই দুটি দল ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ও বাংলাদেশও ছিল। ভারত ও পাকিস্তানের বিপুল সংখ্যক ক্রিকেট অনুরাগকে সামনে রেখে আইসিসি আবারও দুটি দলকে একই গ্রুপে রেখেছে।
এর আগে ২০১২ ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মতো ভারত ও পাকিস্তানের দলগুলি মিলিত হয়েছিল। তারপরেও ভারত পাকিস্তানকে ধূলিসাৎ করেছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে পাকিস্তান কোনও জয় নিবন্ধ করতে পারেনি।