পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চলেছে ভারত। এটা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ থেকে জানানো হয়। তার আগে ২০২৩ সালে সুজহৌতে বিশ্ব মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চিনে। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে দুই টুর্নামেন্টের স্থানের অদল-বদল ঘটানো হয়েছে বলে জানান, বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সচিব থমাস ল্যান্ড। প্রথমে ঠিক ছিল ২০২৩ সালের সুদিরমান কাপ হাবে ভারতে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় ওই বিশ্ব মিক্সড ব্যাডমিন্টন টুর্নামেন্ট চিনের সুজহৌতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফেডারেশন। পরিবর্তে ভারতকে ২০২৬ সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করার গুরুদ্বায়িত্ব দেওয়া হয়েছে। যেটা জানার পরেই উচ্ছ্বসিত হয়েছে দেশের ক্রীড়া মহল। এর আগে ২০০৯ সালেও ভারতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হয়েছিল।