পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রসংঘে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষে জোরদার সওয়াল করলো ভারত।একইসঙ্গে গাজা-সহ অন্যান্য এলাকায় আরব-ইহুদি সংঘাতে ইতি টানার আবেদন জানিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার ছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। সেখানেই ইজরায়েল ও প্যালেস্তাইন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ভারত। আন্তর্জাতিক মঞ্চটিতে ‘স্বাধীন ও গণতান্ত্রিক’ প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষেই মত দেন ভারতীয় বিদেশমন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ।
নিজের অবস্থান সুস্পষ্ট করে ভারত। জানানো হয় স্বাধীন ও গণতান্ত্রিক প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের পক্ষেই ভারতের অবস্থান দিনের আলোর মতই সুস্পষ্ট। নয়াদিল্লি মনে করে ওই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য দু’টি পৃথক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনও পথ নেই।
গাজায় হিংসা থামানোর আর্জি জানানোর পাশাপাশি বিদেশমন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ আরও বলেন এই মুহূর্তে প্যালেস্তানের অধিবাসীদের কাছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মারফত ত্রাণ পাঠানো অত্যন্ত জরুরি।
প্যালেস্তাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দ্রুত পদক্ষেপ না করলে সেখানে ফের রক্তাক্ত সংঘর্ষ শুরু হতে পারে। “আমরা দুই পক্ষের কাছেই সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলার আবেদন জানাচ্ছি।”